রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
19 Nov 2024 05:41 am
স্টাফ রিপোর্টার:- বিশিষ্ট সংগঠক, সফল সমাজ সেবক, শিক্ষানুরাগী ও নানানগুণে গুনান্নিত ব্যক্তিত্ব এ্যাড.শাহিদা রহমান রিংকু সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য বিটিএসএফ "সম্মাননা স্মারক" পেয়েছেন।সম্প্রতি ঢাকার তোপখানা রোডের ধানসিঁড়ি রেষ্টুরেন্টে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে উক্ত সম্মাননা প্রদান করা হয়।
এসময় দেশের নানান শ্রেণী পেশার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।তিনি ইতিপূর্বেও বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের জন্য সম্মাননা পদক ও পুরস্কারে ভূষিত হয়েছেন।বিটিএসএফ-এর চেয়ারম্যান কায়সার হাসানের সভাপতিত্বে ও মহাসচিব মোঃ আল-আমিন শাওনের পরিচালনায় অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন,সাবেক এমপি ও বিটিএসএফ-এর উপদেষ্টা অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি।অনুষ্ঠানের উদ্বোধন করেন, বিশিষ্ট সংগঠক ও বিটিএসএফ-এর কো-চেয়ারম্যান এ্যাড.শাহিদা রহমান রিংকু।প্রধান বক্তা ছিলেন,বার্তা প্রবাহ পত্রিকার সম্পাদক ও বিটিএসএফ-এর উপদেষ্টা মোহাম্মদ মনির হোসেন কাজী।
বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট জাদু শিল্পী ও বিটিএসএফ-এর উপদেষ্টা এ্যাড.মাসুদুর রহমান, ঢাকার লাবণ্য ক্রিয়েশনের চেয়ারম্যান ও বিটিএসএফ-এর উপদেষ্টা মোঃ মনিরুজ্জামান, ইদিলপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও বিটিএসএফ-এর উপদেষ্টা মোঃ দেলোয়ার হোসেন শিকারী, ডিপ্লোমা কৃষিবিদ ফোরাম বাংলাদেশের সভাপতি ও বিটিএসএফ-এর কো-চেয়ারম্যান শরীফ মোঃ আব্দুল কাদের,বাংলাদেশ প্যাকেজিং মালিক কল্যাণ পরিষদ ঢাকার সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান মোঃ শামছুল আলম, রুদ্রকর নীলমনি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সাইদ মাহমুদ।
বিশেষ বক্তা ছিলেন,বিটিএসএফ-এফ ভাইস-চেয়ারম্যান ফাতেমা বেগম,এম,এ,গফুর মোল্লা,মাহবুবুর রহমান।শুভেচ্ছা বক্তব্য রাখেন, ভাইস-চেয়ারম্যান মু.হারিসুর রহমান, যুগ্ম মহাসচিব মোঃ ছবুর হোসেন,হামিদুল ইসলাম,আতিকুর রহমান, আসাদুজ্জামান মিঞা প্রমূখ। বিটিএসএফ-এর কেন্দ্রীয় ও বিভিন্ন জেলার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।