শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
15 Nov 2024 06:39 pm
আশুলিয়া (ঢাকা)প্রতিনিধি:-ঢাকার আশুলিয়ায় একটি পোশাক কারখানায় শ্রমিকদের পাওনা বেতনের টাকা আদায়ের পর মাথাপিছু জোরপূর্বক ১হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শ্রমিক সংগঠনের এক নেতার বিরুদ্ধে।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ এলাকায় আঞ্জুমান ডিজাইনার্স নামক পোশাক কারখানায় টাকা হাতিয়ে নেয়ার এই ঘটনা ঘটে।
নাম প্রকাশ না করা শর্তে কারখানার বেশকিছু শ্রমিক জানান, আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ এলাকায় অবস্থিত আঞ্জুমান ডিজাইনার্স লিঃ কারখানায় দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন কয়েকশো শ্রমিক। গত ২৮শে আগস্ট বর্ধিত বেতনের দাবিতে কর্ম বিরতিতে যায় তারা ।
তাছাড়াও ওই পোশাক কারখানার স্টাফদের মারধর ও আটকে রাখার ঘটনাও ঘটে ।
পরবর্তীতে আঞ্জুমান ডিজাইনার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক উক্ত সমস্যা সমাধানের জন্য কারখানায় এসে শ্রমিকদের সাথে কথা বলার পরেও শ্রমিকরা কাজে যোগ দেয়নি। শ্রমিকরা কাজে যোগ না দেয়ায় কোম্পানির সমস্ত অর্ডার বাতিল হয় এবং অর্থনৈতিক ভাবে তিনি ক্ষতির সমুখীন হন। এরপর গত ১৩ অক্টোবর কারখানা কর্তৃপক্ষ বিজিএমই এর বরাবর চিঠির মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমান উল্লেখ্য করে বলেন, ২৮শে আগস্ট থেকে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত কাজ না করলেও বেতনসহ নতুন সংযোজিত ১৮ দফা মেনে কারখানা চালু করতে রাজি আছেন তিনি।
কলকারখানা অধিদপ্তর এর সিদ্ধান্ত মোতাবেক গত শনিবার (৯ নভেম্বর) আঞ্জুমান ডিজাইনার্স লিঃ কারখানাটি খুলে দেওয়া হয়। কথামত শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করার সময় একপ্রকার জোরপূর্বক প্রতিটি শ্রমিকের কাছ থেকে ১ হাজার টাকা করে কেটে নিয়েছেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি মোঃ সুলতান মাহমুদ।
ভুক্তভোগীরা জানান, শ্রমিক ফেডারেশনের সাথে কোন চুক্তির বিষয় আমরা জানতামনা। তারপরও আমাদের সকলের নাম ও কার্ড নাম্বার সহ আমাদের কাছ থেকে ১ হাজার টাকা করে নিয়েছেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সুলতান মাহমুদ।
অভিযোগ উঠেছে, সেই সময় উপস্থিত ওই শ্রমিক ফেডারেশন নেতা মধ্যস্থতার নামে প্রায় ৩ শতাধিক শ্রমিকের কাছ থেকে জোরপূর্বক ১ হাজার টাকা করে আদায় করে নেন। এভাবে প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি অভিযুক্ত সুলতান মাহমুদ বলেন, আমরা শ্রমিকদের জন্য কলকারখানা অধিদপ্তর, বিজিএমই, ইন্ডাস্ট্রিয়াল থানায় যাতায়েতর জন্য শ্রমিকরা আমাদেরকে এই টাকা খুশি হয়ে দিয়েছে।