বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
15 Nov 2024 01:07 am
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে গত মঙ্গলবার উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অফিস সহকারিদের সমন্বয়ে শিক্ষার মান উন্নয়ন ও আয় ব্যয় সঠিক ভাবে নিরুপন ও নোট লিখন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোছা, মেরিনা আফরোজ।
উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, মুরইল ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল মান্নান, কাহালু তাইরুন্নেছা (পাইলট) বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বেলাল হোসেন প্রামানিক, নারহট্র বহুমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নুল আবেদীন খান ফিরোজ, নিশ্চিনÍপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম, কালাই কর্নিপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহীম আলী সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অফিস সহকারিবৃন্দ।