শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪
09 Nov 2024 07:36 am
প্রেস বিজ্ঞপ্তি:-বগুড়ার সাংস্কৃতিক সংগঠন পদাতিকের আয়োজনে সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন চত্বরের রোমেনা আফাজ মুক্ত মঞ্চে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ইয়ূথ কয়্যারের সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, সপ্তস্বর শিল্পী গোষ্ঠির সাধারণ সম্পাদক মোঃ আসাদ হোসেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া পদাতিকের সভাপতি এড.আমির হোসেন।স্বাগত বক্তব্য প্রদান করেন বগুড়া পদাতিক এর সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মানিক। সুস্থ সাংস্কৃতিক চর্চা ও সুন্দর সমাজ গঠনই আমাদের লক্ষ্য এই শ্লোগানকে সামনে রেখে বগুড়া পদাতিক দীর্ঘদিন ধরে এই শহরে সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করছেন।
অনুষ্ঠানে তিনগুণি ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় সমাজসেবী সৈয়দ কবির আহম্মেদ মিঠু, সঙ্গীতে অবদান রাখায় হারুন উর রশীদ হারুন, বিশিষ্ট সুরকার ও গীতিকার রবিউল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদান শেষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহম্মেদ মিঠু বলেন, যে কোন স্বীকৃতি ব্যক্তিকে প্রেরণা যুগিয়ে যায়। কিন্তু আমাকে প্রেরণা দিবেন সমাজের জন্য আরো ভালো কাজ করার।আমি বগুড়ার সেবক হিসেবে আপনাদের জন্য কাজ করে যেতে যাই।একটি সমৃদ্ধ শ্রমিক ইউনিয়ন গঠন করতে কাজ করছি।তেমনি বগুড়ার জনসাধারণ এর জন্য কাজ করতে চাই।সকলে মিলিয়ে এক সাথে কাজ করে আমরা একটি আধুনিক বগুড়া শহর গড়বো।যেখানে কোন বৈষম্য থাকবেনা। ছাত্র জনতার জন্য বগুড়া শহর হবে আধুনিক শহর।
শেষে সংগঠনের সঙ্গীত প্রশিক্ষক শফিকুল ইসলাম শ্যামল এর পরিচালনায় সঙ্গীতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সঙ্গীতানুষ্ঠানে বগুড়া পদাতিকের নবীণ ও প্রবীন শিল্পীরা সঙ্গিত পরিবেশন করেন।
বার্তা প্রেরক,মাহবুবুর রহমান মানিক,সাধারণ সম্পাদক,বগুড়া পদাতিক।