শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪
09 Nov 2024 08:38 am
প্রেস রিলিজ:- দুপচাঁচিয়া থানার মামলা নং-০৯, তাং-২৬/১০/২০২৪ খ্রিঃ ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড,গত ২৫/১০/২০২৪ রাত্রী ০১.১০ ঘটিকায় দুপচাঁচিয়া থানাধীন চামরুল ইউপিস্থ চামরুল তালুকদারপাড়া গ্রামে বাদী মোঃ আব্দুল হাকিম এর বসত বাড়িতে অজ্ঞাতনামা ১৩/১৪ জন ডাকাত প্রবেশ করিয়া বাদীসহ বাদীর স্ত্রী, মেয়ে ও নাতনীকে মারপিট করিয়া বাদীর গোয়াল ঘরের দরজা ভাঙ্গিয়া গোয়াল ঘর হইতে ০২টি গরু, ০২টি বাছুর এবং শয়ন ঘরের মধ্যে হইতে স্বর্নের গহনা, নগদ টাকা সহ ০৩টি মোবাইল ফোন ডাকাতি করে নিয়ে যায়।
এই ঘটনায় নিয়মিত মামলা রুজু হলে মামলার তদন্তকারী অফিসার জনাব মোঃ নাসিরুল ইসলাম দুপচাঁচিয়া থানার একটি চৌকস পুলিশ দল গঠন করে আধুনিক প্রযুক্তি ও বিশ^স্থ গুপ্তচরের মাধ্যমে মামলা রুজুর কয়েক দিনের মধ্যে ডাকাতির রহস্য উদঘাটন করতঃ ইং ০৭/১১/২০২৪ তারিখ রাতে বগুড়া/জয়পুরহাট/গাইবান্ধা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ঘটনায় জড়িত ১। মোঃ মামুন মিয়া(৪০), পিতা-মোঃ মোজাফ্ফর হোসেন, সাং-চাঁদপাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া, ২। মোঃ শরিফুল ইসলাম(৩৩), পিতা-মৃত নূর ইসলাম, সাং-ববনপুরী, থানা-গোবিন্দগঞ্জ, জেলা-গাইবান্ধা দ্বয়কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ পূর্বক আসামীদ্বয়ের দেওয়া তথ্য মতে মামলার ঘটনায় ব্যবহৃত ০১টি ট্রাক এবং ডাকাতির কাজে ব্যবহৃত তালা ও দরজা ভাঙ্গার সরঞ্জমাদি জয়পুরহাট জেলার কালাই থানাধীন পাঁচশিরা বাজারস্থ বগুড়া-জয়পুরহাটগামী হাইওয়ে রাস্তার উপর হইতে উদ্ধার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদ্বয় সহ বগুড়া জেলার গাবতলী থানাধীন কামার চট্ট গ্রাম হইতে পলাতক আসামী আপেলের বাড়ী হইতে ০৩টি গরু উদ্ধার করেন।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদুল ইসলাম জানান, পুলিশ সুপার, বগুড়া জেলা মহোদয় সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সার্বক্ষনিক তদন্ত কার্যক্রম তদারকি করায় ডাকাতি ঘটনা ঘটার কয়েক দিনের মধ্যেই রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে নিবিড় জিজ্ঞাসাবাদ করে ডাকাতি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।