শনিবার, ০৯ নভেম্বর, ২০২৪
09 Nov 2024 08:50 am
৭১ভিশন ডেস্ক:- সিএনজিতে মজুত ছিল ডাকাতির সরঞ্জাম।লুটের টার্গেট নিয়ে গন্তব্যে রওনা দেয় অপরাধীরা।বগুড়া শহরে ঢুকতেই পুলিশের জালে আটকে যায় ডাকাত দলের সদস্যরা।তাদের সিএনজি তল্লাশি করে পাওয়া গেছে চাইনিজ কুড়াল, চাপাতি ও বার্মিজ চাকুসহ নানা সরঞ্জাম।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া লাশ ঘরের সামনে থেকে আন্ত:জেলা ডাকাত দলের সদস্যদের আটক করে পুলিশ।তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটককৃতরা- বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়ার সিরাজুল ইসলামের ছেলে জাকারিয়া ইসলাম (২৪), গোকুল পলাশবাড়ি এলাকার মোমিন মন্ডলের ছেলে মামুন ইসলাম (২৩), চালিতাবাড়ি এলাকার মন্টু প্রামানিকের ছেলে মেহেদী হাসান (২৪),গোকুল বোরহান গেট এলাকার নাহিনুর ইসলামের ছেলে মেহেদী হাসান (২০),শিবগঞ্জ উপজেলার মহাস্থান মোল্লাপাড়ার আবু সাইদের ছেলে জহির মোল্লা (১৯), মহাস্থান পাথরপাড়ার ইমদাদুল হকের ছেলে রিমন আহমেদ (১৮) এবং মহাস্থান প্রতাব বাজু এলাকার মজনু মিয়ার ছেলে রহমত স্বপ্ন (১৮)।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান,ছিনতাই বা ডাকাতির জন্যই তারা শহরে ঢুকেছিল বলে ধারণা করা হচ্ছে।নারুলী ফাঁড়ির চৌকস পুলিশ সদস্যরা চেকপোস্ট বসিয়ে সিএনজি তল্লাশি করে ১টি চাইনিজ কুড়াল, ২টি বড় চাপাতি, ১টি বার্মিজ চাকু, ১টি বেতের লাঠিসহ ডাকাতির সরঞ্জাম জব্দ করেছে।হাতেনাতে সাতজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ চলছে।এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।