বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
07 Nov 2024 12:40 pm
শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধিঃ- বগুড়ার শিবগঞ্জে পল্লীশ্রী এনজিও'র হোপ প্রকল্পের আওতাধীন উপজেলা নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।৬ নভেম্বর বুধবার বিকালে উপজেলার পৌরসভা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পল্লীশ্রী হোপ প্রকল্পের এরিয়া কোঅর্ডিনেটর তাইবাতুন নাহার প্রীতির সার্বিক পরিচালনায় আয়োজিত সভায় মানবাধিকার, বাল্য বিবাহ, সামাজিক অসংগতি ও নারী নির্যাতন প্রতিরোধে নাগরিক সমাজের করণীয় বিষয়ক আলোচনা হয়।
এতে সভাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন রত্না রানী।এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সুবির কুমার দত্ত, সদস্য রবিউল ইসলাম রবি, রাজিকুল ইসলাম রনি,কাজী সাইফুল ইসলাম, জান্নাতি,আয়েশা সিদ্দিকা খাতিজা, রুপা রানী, আশা আক্তার, তমা,আমিনুর, লিমা, সাহিদা, প্রদীপ চক্রবর্তী প্রমূখ।
এসময় পল্লীশ্রী এনজিও'র হোপ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।