বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪
07 Nov 2024 04:46 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট রুমানা আফরোজ উপজেলার হাট বাজার মনিটরিং ও সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন ব্যবহার বন্ধের অভিযান শুরু করেছেন।মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে আদমদীঘি সদরসহ বিভিন্ন হাট ও বাজার মনিটরিং করেন।
এসময় তিনি নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রের দাম সহনীয় পর্য্যায়ে রাখতে ও পলিখিন ব্যবহার নিষিদ্ধ করার জন্য ব্যবসায়ীদের প্রতি তাগিদ দেন।বাজারে সবজির দাম ক্রেতাদের সহনীয় পর্য্যায়ে থাকায় সন্তোষ প্রকাশ করেন। এছাড়া ব্যবসায়ীদের পরিবেশের ক্ষতিকারক নিষিদ্ধ পলিথিন ব্যবহার পরিহার করে তার পরিবর্তে পাটজাত দ্রব্যের তৈরী ব্যাগ ব্যবহারের পরামর্শ দেন।সরকারী নির্দেশ অমান্য করে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করলে এবং ক্রয় বিক্রয় করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি প্রতিনিধি বগুড়া