মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪
31 Dec 2024 03:25 am
বগুড়া সদর উপজেলা ব্যাটারি চালিত ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর দুপুরে শহরের কলোনী ফয়জুল উলূম মাদরাসা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে খোরশেদ আলম চাঁনের সভাপতিত্বে ও আকরাম আলী মাসুম এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর ট্রাফিক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ সালেকুজ্জামান খাঁন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বগুড়া শহরে যানজট নিরসনে কাজ করছে পুলিশ।শহরে চলাচলরত ব্যাটারি চালিত ইজিবাইক ও অটোরিক্সা দুই ভাগে বিভক্ত করলে যানজট কিছুটা কমে আসবে। চালকদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। এছাড়া সড়কে নিয়মতান্ত্রিকভাবে গাড়ী চালাতে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।সকলের সহযোগিতায় আমরা যানজটমুক্ত বগুড়া শহর গড়তে চাই।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ খোরশেদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ মোঃ শাহিনুর রহমান, সদর উপজেলা ব্যাটারি চালিত ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন পলাশ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ সুমন রহমান।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রতন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন আহম্মেদ, তন্ময় হোসেন, সুমন হোসেন, মোমিন, মিলন, আবু সালেক, মান্নান, সোহানুর রহমান, আকরাম হোসেন, বাবলু, হৃদয় দাস, বোরহান উদ্দিন প্রমুখ।