মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪
28 Dec 2024 03:56 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের সমিতিরহাট এম কে এস মডেল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে ৮ম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পলায়নের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,মমিন নামে ওই শিক্ষক সম্প্রতি ওই ছাত্রীকে নিয়ে নিখোঁজ হয়েছেন।
ছাত্রীর পরিবার এ ঘটনায় চরম উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত ছাত্রীকে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থী ও অভিভাবক মহলে ক্ষোভের সঞ্চার হয়েছে।বিষয়টি স্থানীয় প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে।
এ বিষয়ে পবনাপুর ইউপি মাহাবুর বলেন,লোকে মুখে শুনেছি এ বিষয়ে মেয়ের পক্ষ থেকে অভিযোগ দেয়নি।