রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪
05 Nov 2024 04:33 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-সমবায়ে গড়ব দেশ” বৈষম্যহীন বাংলাদেশ"এই শ্লোগানে গাইবান্ধার পলাশবাড়ীতে ৫৩ তম জাতীয় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা।শুরুতেই স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ২ নভেম্বর (শনিবার) সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান রিহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী সহকারী কমিশনার (ভূমি) আল -ইয়াসা রহমান তাপাদার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু আলা মওদুদ,পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ,শিক্ষক নিখিল চন্দ্র।
এ সভার সঞ্চালনা করেন(ইউ আর সি) ইন্সট্রাক্টর সোহেল মিয়া।এ সময় গণমাধ্যমকর্মীরা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ছাড়াও সমবায় সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।