রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪
10 Jan 2025 09:08 am
শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধিঃ- বগুড়ার শিবগঞ্জে বুড়িগঞ্জ ইউনিয়নবাসীর আয়োজনে মাদক,জুয়া,বাল্য বিবাহ, ইভটিজিং প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষা বিষয়ক জনসচেতনতামূূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বুড়িগঞ্জ বাজারে বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান।
এতে বরেণ্য অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক এ্যাডঃ আব্দুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মুন্সিগঞ্জ জেলার ইন্সপেক্টর শ্রী শিবনাথ কুমার সাহা, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাব্বর হোসেন, সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মাস্টার।
বুড়িগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল কালাম আজাদের আহŸায়নে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বুড়িগঞ্জ ইউনিয়নের ওয়ার্ড সদস্য মোত্তালের প্রাং, রাজু, তরিকুল মাস্টারসহ বুড়িগঞ্জ ইউনিয়নের বিভিন্ন স্তরের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
রবিউল ইসলাম রবি,শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধি