রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪
03 Nov 2024 03:27 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- সেনা বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে চাকুরী প্রত্যাশিদের নিকট থেকে চাকুরী দেয়ার প্রলোভনে বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে জালাল হোসেন ওরফে বাবু (৪৬) নামের এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছেন দুপচাঁচিয়া সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকলাই।আটককৃত জালাল হোসেন ওরফে বাবু আদমদীঘি উপজেলার সাতাহার গ্রামের জাবেদ আলীর ছেলে। গতকাল শনিবার (২ নভেম্বর) রাত ৩টা ২০ মিনিটে তাকে আদমদীঘির সাতাহার থেকে গ্রেপ্তার করে থানায় সোপদ করা হয়।
পুলিশ জানায়, আদমদীঘি উপজেলার সাতাহার গ্রামের উক্ত জালাল হোসেন দিনাজপুর জেলার বিভিন্ন থানাসহ বিভিন্ন এলাকায় নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে চাকুরী প্রত্যাশি বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়। এসংক্রান্ত একটি অভিযোগ চাকুরী প্রত্যাশিরা দুপচাঁচিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সাকলাইনের নিকট জানান। এমন সংবাদের ভিক্তিতে সেনা সদস্যরা গতকাল শনিবার রাত ৩টা ২০ মিনিটে সাতাহার এলাকায় অভিযান চালিয়ে প্রতারক জালাল হোসের বাবুকে আটক করে থানায় সোর্পদ করেন। তার নিকট থেকে সেনাবাহিনীর পোষাক জব্দ করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জালাল হোসেনের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি প্রতিনিধি বগুড়া