রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪
28 Dec 2024 10:09 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- জেলার পলাশবাড়ী প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনে নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২রা নভেম্বর শনিবার সকাল ১১টায় প্রেসক্লাবের নিজস্ব ভবনে প্রধান নির্বাচন কমিশন নবিউল ইসলাম নির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।
নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,নির্বাচন কমিশন আর্দশ কলেজের প্রভাষক হামিদুল হক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ রানা। এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম,দপ্তর সম্পাদক শাহারুল ইসলাম,সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদসহ অনেকেই।
উল্লেখ্য,গত ২১শে অক্টোবর পলাশবাড়ী প্রেসক্লাবে ২০২৫-২০২৭ ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।এতে সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক ও বিএনপির সাবেক সভাপতি শাহ আলম সরকার সভাপতি,পাপুল সরকার সাধারণ সম্পাদক,মো. আব্দুল মতিন সাংগঠনিক সম্পাদক,আশরাফুজ্জামান সরকার সহ-সভাপতি,হাসিবুর রহমান স্বপন যুগ্ম সাধারণ সম্পাদক,হামিদুল হক মন্ডল অর্থ সম্পাদক,মিলন মন্ডল দপ্তর সম্পাদক,সাংস্কৃতিক ও সাহিত্য বিষয়ক সম্পাদক বিদুষ রায়,ধর্মীয় সম্পাদক আশরাফুজ্জামান শাহিন,কার্যকরী সদস্য মতিয়ার রহমান লাভলু ও আবেদুর রহমান সবুজ ।