রবিবার, ০৩ নভেম্বর, ২০২৪
27 Dec 2024 04:11 pm
অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:- দিনাজপুরর নবাবগঞ্জে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে উপজেলা বিএনপির আয়োজনে ডাকবাংলা চত্বরে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামর সভাপতিত্বে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেডএম জাহিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হাসান দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি জেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মশিউদ দৌলা,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাত আল মামুন, ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল সহ আরও অনেকেই বক্তব্য দেন।
প্রধান অতিথি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে দলকে সুসংগঠিত করার আহবান জানান।