শনিবার, ০২ নভেম্বর, ২০২৪
02 Nov 2024 04:32 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-"দক্ষ যুব গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ"এই শ্লোগানে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ১ নভেম্বর শুক্রবার সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা মিলিত হয়।
পলাশবাড়ী উপজেলা যুব উন্নয়ন অফিসার শহীদুল্লাহ ভূঞা'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান রিহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশবাড়ী সহকারী কমিশনার (ভূমি) আল - ইয়াসা রহমান তাপাদার,অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকার,সাধারণ সম্পাদক পাপুল সরকার, প্রশিক্ষনার্থী সাধনা আক্তার,উদ্যোক্তা সোহেল রানা,মিতু বেগম।এসময় গণমাধ্যমকর্মীরা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস।
সভায় বক্তারা,প্রশিক্ষিত যুবকদের প্রশিক্ষণের অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগানোর ও স্থানীয় উদ্যোক্তাদের সার্বিক সহযোগীতা করার আহবান জানান।
সভা শেষে ৪০ জন যুব ও যুব মহিলার মাঝে ৪ লক্ষ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক ও ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ৪০ জন যুব ও যুব মহিলার মাঝে সনদপত্র বিতরণ করা হয়।