শনিবার, ০২ নভেম্বর, ২০২৪
07 Jan 2025 09:48 pm
এসএম সিরাজ,বগুড়া:-শুক্রবার বগুড়ার মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসা মাঠে সততা সমাজ সেবা স্পোটিং ক্লাব আয়োজিত শহীদ রাতুল স্মৃতি প্রীতি ফুটবল টুর্ণামেন্ট ২৪ অনুষ্ঠান সংগঠনের সভাপতি নাফিউল হক মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ািছলেন উপশহর সাংগঠনিক থানা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হামিদ বেগ।সেক্রেটারী মোহাম্মাদ বাবুর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সমাজ সেবক জাকির হোসেন রিটু, জাহিদুল ইসলাম জাহিদ,স্বাধীন আহম্মেদ, আলিউল ইসলাম দুর্লভ, আমির হোসেন পুষ্প, মইনুল ইসলাম উজ্জল,নাহিদ ইসলাম,মাকসুদুর রহমান আদর।
খেলা পরিচালনা করেন বগুড়া শারিরিক শিক্ষাবিদ সমিতির সাধারন সম্পাদক আব্দুল মান্নান।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন শহীদ রাতুল আমাদের মাঝ থেকে হারিয়ে যায়নি।রাতুল আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবে। বৈষম্য বিরোধী আন্দোলনে স্কুল ছাত্র রাতুল সন্ত্রাসী হামলায় নিহত হন।