শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪
04 Jan 2025 06:38 am
৭১ভিশন ডেস্ক:- আইপিএলের পরবর্তী আসরের মোস্তাফিজুর রহমানকে রিটেইন (ধরে রাখা) করেনি চেন্নাই সুপার কিংস।যার কারণে ২০২৫ আইপিএলে দল পেতে আবারও নিলামে নাম ওঠাতে হবে তার।
আইপিএলের পরবর্তী আসরের জন্য খেলোয়াড় ধরে রাখার সর্বশেষ দিন ছিল আজ।প্রতিটি দলের পাঁচজন আন্তর্জাতিক ক্রিকেটারসহ মোট ছয়জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ ছিল।
চেন্নাই সুপার কিংস ধরে রেখেছে পাঁচ জনকে।তারা হলেন, রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি।
এবারের আইপিএল শুরুর আগে হবে মেঘা নিলাম।প্রতিটি দল ধরে রাখা খেলোয়াড়দের দামসহ মোট ১২০ কোটি রুপির খেলোয়াড় কিনতে পারবে।
কালের কণ্ঠের