শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪
08 Jan 2025 12:13 am
এসএম সিরাজ,বগুড়া:- বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ,বগুড়া শহর শাখার উদ্যোগে পরিষদের নির্বাহী কমিটির সভা অধ্যাপক আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও হাবিবুর রহমান আকন্দের পরিচালনায় অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখার উপদেষ্টা অধ্যাপক আব্দুল মালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, বগুড়া শহর শাখার সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন ও সেক্রেটারি অধ্যক্ষ ইকবাল হোসেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ,বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের এক দফা দাবি মেনে নিয়ে সরকারি বেসরকারি শিক্ষকদের মাঝে বৈষম্য দূর করতে হবে এবং অনতিবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি সমূহ মেনে নিয়ে তা বাস্তবায়ন করতে হবে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সংগঠনের সহ-সভাপতি শাহাদাত হোসেন, নামিরুল ইসলাম জার্জিস, সহকারী সেক্রেটারি মোঃ মতিয়ার রহমান,জহিরুল ইসলাম,এএনএম বদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, কোষাধক্ষ সাহাজুল ইসলাম সাজু ,অফিস সম্পাদক মিজানুর রহমান,প্রচার সম্পাদক হেলাল উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন,নির্বাহী সদস্য সৈয়দ মোস্তফা কামাল,জাহাঙ্গীর আলম,রেজাউল করিম, রুহুল আমিন,আরিফুল ইসলাম,আবু সুফিয়ান প্রমুখ শিক্ষকবৃন্দ।
সভায় বক্তাগণ, বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় ত্রæটি সমূহ দূর করে শিক্ষা সংস্কার,নতুন কারিকুলাম প্রণয়ন,ধর্মীয় ও নৈতিক শিক্ষা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।এছাড়া নন এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে কলেজের অনার্স শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্ত করার জোর দাবি জানানো হয়।
খবর বিজ্ঞপ্তির