শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪
02 Nov 2024 01:38 am
এসএম সিরাজ,বগুড়া:- বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ বগুড়া শহর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা বৃহস্পতিবার সংগঠন কার্যালয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখার সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গোলাম রব্বানী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বগুড়া শহর শাখার উপদেষ্টা অধ্যাপক আ স ম আব্দুল মালেক, উপদেষ্টা অধ্যাপক রফিকুল আলম, বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদ বগুড়া শহর শাখার সেক্রেটারি অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ। বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর আলম ,আইনুল মন্ডল প্রমুখ।উপস্থিত সকল শিক্ষকদের মতামতের ভিত্তিতে মোঃ জাহাঙ্গীর আলমকে সভাপতি ও আইনুল মন্ডলকে সেক্রেটারি করে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক পরিষদ বগুড়া শহর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথি গোলাম রব্বানী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানক জাতীয়করণ করতে সরকারের প্রতি উদাত্ত আহŸান জানান ।তিনি বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিক্ষার মেরুদন্ড হলেন শিক্ষকবৃন্দ।কাজেই তাদেরকে অবহেলিত করলে জাতি অবহেলিত হবে আর তাদেরকে সম্মানিত করলে জাতি সম্মানিত হবে।
সভায় বক্তাগণ বলেন শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে।স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা,নন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে বিভিন্ন কলেজে অনার্স শাখায় কর্মরত শিক্ষকদের এমপিও ভুক্ত করার জোর দাবি জানানো হয় ।
খবর বিজ্ঞপ্তির