শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪
27 Dec 2024 01:35 pm
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর)প্রতিবেদক:-দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গতিশীল ও সরকারের রাজস্ব আহরণ বৃদ্ধি ও বন্দরের কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষের পরিচালক (প্রশাসন) শহিদুল ইসলাম (উপ-সচিব)।পরিদর্শন শেষে তিনি বন্দরের আমদানি-রপ্তানিকারক,সিএন্ডএফ এজেন্ট, বন্দর কতৃপক্ষ ও কাস্টমস কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।সরকারি সফরে এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মশিউর রহমান উপ-পরিচালক বাংলাদেশ স্থলবন্দর কতৃপক্ষ।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে হিলি স্থলবন্দর পরিদর্শনে আসেন তিনি।এসময় তাকে ফুলেল শুভেচছা জানান হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার নার্গিস পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের পরিচালক মোঃ রফিকুল ইসলাম (প্রিন্স চৌঃ), উপদেষ্টা মোঃ আলমগীর শেখ, মোঃ জোবায়ের হোসেন ডেভিড প্রমুখ।
পরে তিনি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট,জিরো পয়েন্ট ও হিলি পানামা পোর্ট এর ভিতরে ওজন ব্রিজ,বন্দরের শেড পরিদর্শন শেষে বন্দরের সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ ও বন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেন।
বৈঠকে বন্দরের ব্যবসায়ীগন, সড়ক প্রসস্থকরন ও ওজন স্টেশন নির্মান, এক্সিট গেট নির্মান, ওয়্যার হাউজ নির্মাণ ও সার্ভার জটিলতা সমস্যা সমাধানের দাবী জানান।
এসময় তিনি ব্যবসায়ীদের দাবীকৃত বিষয়গুলো উদ্ধর্তন কতৃপক্ষের নিকট জানানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন পূর্বক তা নিরসনের আশ্বাস প্রদান করেন।
এসময় সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়,হিলি কাস্টম সহকারী কমিশনার নারগিস আক্তার, হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা সফিউল ইসলাম,হিলি পোর্ট লিংক লিমিটেডের পরিচালক মোঃ রফিকুল ইসলাম প্রিন্স চৌধুরী, উপদেষ্টা মোঃ আলমগীর শেখ, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট আসোসিয়েশনের সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃশাহিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল,আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী,পানামা পোর্ট এর মোঃ জোবায়ের হোসেন ডেভিড সহ অনেকে উপস্থিত ছিলেন।