বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
01 Nov 2024 10:32 pm
৭১ভিশন ডেস্ক:- বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, আগস্ট বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে বিএনপি সেই সরকারকে সমর্থন করে এবং তাদেরকে যৌক্তিক সময় দিতে চায়।তবে অর্ন্তবর্তী যে সংস্কার করার কথা বলছে সেই সংস্কার করবে নির্বাচিত সরকার।বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান ইতোমধ্যে ৩১টি সংস্কারের কথা বলেছেন।
নির্বাচন কমিশন থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা সব রয়েছে তারেক রহমানের সংস্কার প্রস্তাবে। তিনি এই সরকারকে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহবান জানিয়ে বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা সরকার পরিচালনা করলে দেশ স্থিতিশীল হয়ে আসবে।
তিনি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে বলেন, রাজনীতির ইতিহাসে তিনি সবচে বেশি নির্যাতিত নেত্রী। তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে তা অন্য কোন রাজনীতিবীদকে করা হয়নি। তিনি আজ বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে বগুড়া শহর বিএনপি’র কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
শহর বিএনপি’র সভাপতি এড.হামিদুল হক চৌধুরী হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এড. একেএম মাহবুবর রহমান, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপি’র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, এড. আব্দুল বাছেদ, এমআর ইসলাম স্বাধীন, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, বিএনপি নেতা জাহিদুল ইসলাম হেলাল, সোলাইমান আলী, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, শ্রমিকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার,যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ,পলাশ,ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান,আহসান হাবিব মমি, জামিনুর রহমান শাওন,সারোয়ার আহমেদ, এমদাদুল হক মিলন, সাজ্জাদ হোসেন পিন্টু,ফারুক হোসেন ফারুক,মইনুল হক বকুল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, এড. সাইফুল ইসলাম, শাহাদৎ হোসেন, জাহিদুল ইসলাম হেলাল, সাইফুল ইসলাম রনি, এনামুল হক সুমন প্রমুখ। শহর বিএনপি’র সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চালনায় কর্মী সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি বাদশা আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে গিয়ে তার দলের নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে দিয়েছেন।
যে নেত্রী নিজেকে রক্ষার জন্য পালিয়ে যায় কিন্তু নেতাকর্মীর কোন খোঁজ রাখে না সেই নেত্রী জনগণের নেত্রী হতে পারে না।হাসিনা পলিয়ে গেছে আর দেশে ফিরবে না।তিনি আরও বলেন, কোথায় ওবাইদুল কাদের, কোথায় এড. কামরুল, কোথায় হাসানুল হক ইনু, তাদের অবস্থান এখন কী?
তিনি অর্ন্তবর্তী সরকারের উদ্দ্যেশে বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। দেশের মানুষ গত তিনটি জাতীয় নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে ভোট দিতে পারেননি।এখন তারা ভোট দিতে চান, ভোট নিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান। জনগণকে সেই সুযোগ দিন।
এদিকে বগুড়া শহর বিএনপি’র কর্মী সমাবেশ এক সময় জনসমাবেশে পরিণত হয়।শহরের ২১টি ওয়ার্ডে নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ সমাবেশে যোগ দেন।দুপর থেকে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে হাজির হন।