সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
07 Nov 2024 08:48 am
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ-গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতির প্রভাব খাটিয়ে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণের ২৩ দিন পর অবমুক্ত হলো দখলকৃত একটি জায়গা।
ঘটনাটি ঘটেছে পৌরসভার জামালপুর গ্রাম মৌজাস্থ ঢাকা-রংপুর মহাসড়ক সংলগ্ন এস,আর কাউন্টার এর সামনে।
উল্লখ্য, ২০১৭ সালে ঢাকা রংপুর মহাসড়কটিকে চারলেনে উন্নীতকরনের জন্য তৎকালীন সরকার ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন করে। সেই অধিগ্রহণকৃত জমিতে গত ৪ অক্টোবর উপজেলা আওয়ামীলীগের সভাপতির চাচাতো ভাই লিয়ানুর রহমান বিপুল, উদ্দ্যেশ্য প্রণোদিত ভাবে কয়েকটি দোকানের সামনে একটি অবৈধ স্থাপনা নির্মাণ করেন।
এই বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনা শুরু হয়।এরই জের ধরে গতকাল রাতে এলাকাবাসী সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করার মধ্য দিয়ে এলাকার মানুষজন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীগণ স্বস্তি প্রকাশ করেছেন