রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
06 Nov 2024 01:42 pm
যোবায়ের হোসাইন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে বিএনপি নেতাকর্মীদের তিনি ধৈর্য ধরে সব ষড়যন্ত্র মোকাবেলা করতে ঐক্যবদ্ধের থাকার আহব্বান জানিয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশা।
২৭ অক্টোবর রোববার বিকেলে শেরপুর বাসষ্ট্যান্ড পৌর বিএনপির কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, অল্প সময়ের মধ্যেই একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। রাজনীতিবিদরা দেশ পরিচালনা করলে দেশের অর্থনীতি আরো এগিয়ে যাবে। হাজার হাজার মানুষ স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ছিল যার কারণে ভয়ে স্বৈরশাসক শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন। শেখ হাসিনার স্বৈরাচারী শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতা চিরস্থায়ী করার জন্য বিচার বিভাগসহ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছিল। শেখ হাসিনার বিরুদ্ধে ও তার পতনের আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই।
শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েলের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া জেলা বিএনপির উপদেষ্ঠা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, বগুড়া জেলা যুবদলে সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান, বগুড়া জেলা কৃষকদলের সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাবেক ছাত্র নেতা এম আর ইসলাম স্বাধীন, বিএনপিনেতা তাহা উদ্দীন নাইন, আনোয়ার হোসেন শুভ, জেলা ছাত্র দলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও শ্রমিক নেতা আরিফুর রহমান মিলন, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, হাসানুল মারুফ শিমুল, আব্দুল করিম, সোহানুর রহমান লাবু, মির্জা নজরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক আবু সাঈদ, আরো উপস্থিত ছিলেন জসিম উদ্দিন মন্ডল, শাহ আরিফ, আয়োব আলী মন্ডল, তরিকুল ইসলাম স¤্রাট, ফরহাদ হোসেন, নাহিদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা অতি দ্রুত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে ফিরে আনার আহবান জানান সরকারের প্রতি। সেই সাথে স্থানীয় নেতাকর্মীরা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা বিএনপির সাবেক উপদেষ্ঠা আলহাজ¦ জানে আলম খোকা’র বহিস্কার আদেশ প্রত্যাহার করে দলে নেয়ার আহবান জানান জেলার নেতার্মীদের মাধ্যে দলের হাই কমান্ডের কাছে।