শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
15 Nov 2024 01:38 pm
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি (দিনাজপুর)প্রতিবেদক:-"এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ুমুখ ক্যান্সার রুখে দিন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে এইচপিভি টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার। (২৪ অক্টোবর) সকালে বাংলাহিলি সরকারি বালিকা বিদ্যালয়ের এ কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক অমিত রায়।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলতুতমিশ আকন্দ, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সহ আরো অনেকে।
উপজেলার ৪ হাজার ৮শ ৬৮ কিশোরীকে এইচপিভি টিকা দেওয়া হবে প্রথম ১০ দিন বিভিন্ন স্কুলে (১০ থেকে ১৪ বছর বয়সী) ৫ম থেকে ৯ম শ্রেনীর কিশোরীদের এসব টিকা দেওয়া হবে এবং ৯৬টি কেন্দ্রের মাধ্যমেও টিকাদান কর্মসূচি চলবে।