শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
06 Nov 2024 02:43 pm
পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ- রংপুরের পীরগঞ্জে মার্তৃমৃত্যুর হার কমানোর জন্য প্রসবপূর্ব, প্রসব পরবর্তী ও হাসপাতালে প্রসবসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে উপজেলা পরিষদ ও স্থানীয় সরাকারের সম্পৃক্ততা বেসরকারী উন্নয়ন সংস্থা আরডিআরএস-এর কইকার অর্থায়নে জননী প্রকল্পের আয়োজনে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সাথে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের সভাপতিত্বে আরডিআরএস-এর জননী প্রকল্পের গর্ভামেন্ট রিলেশন এন্ড কমিউনিটি মোবিলাইজেশ অফিসার জেসমিন আক্তারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মীর হোসেন।
এছাড়াও কর্মশালায় বক্তব্য রাখেন জননী প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ খুরশিদ উল ইসলাম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ, উপজেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাহিদ আল মোত্তাকিম, কুমেদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন চৈত্রকোল,বড়দগাঁ, কুমেদপুর ও মিঠিপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি ,আরডিআরএস এনজিও সংস্থার প্রতিনিধিগন।
জেলা সমন্বয়কারী তার বক্তব্যে বলেন সরকার মার্তৃমৃত্যুর হার কমানোর জন্য প্রসবপূর্ব, প্রসবপরবর্তী ও হাসপাতালে প্রসবসেবা নিশ্চিত করার লক্ষে উপজেলা পরিষদ ও স্থানীয় সরাকারের সম্পৃক্ততা ও সহযোগিতার পরিবার পরিকল্পনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগের মাধ্যমে পীরগঞ্জ উপজেলায় জননী প্রকল্প বাস্তবায়ন করছে।বক্তরা ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের বাজেটে মা ও শিশু স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ রাখা, এম্বুলেন্স সেবা এবং গ্রামীন রাস্তা সংস্কারের অঙ্গীকার করেন।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি