শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
31 Dec 2024 04:16 am
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ- রংপুরের পীরগঞ্জে আব্দুল খালেক মিয়া নামের এক আদম ব্যবসায়ী কে গ্রেফতা করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার
চতরা ইউনিয়নের কুমারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।মামলা সূত্রে জানা গেছে, উপজেলার চতরা ইউনিয়নের কুমারপুর গ্রামের আব্দুল খালেক মিয়া তাঁর ইরাক প্রবাসী ছেলে সাহেব মিয়ার মাধ্যমে একই গ্রামের দিলবার রহমানের ছেলে আব্দুল হালিম কে মালেশিয়ায় পাঠানোর কথা বলে কয়েক দফায় তার কাছ থেকে ৫ লক্ষ ৬২ হাজার টাকা নেয়।এরপর দীর্ঘদিনেও বিদেশ না পাঠিয়ে টালবাহানা করে আসছে।
বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার শালিস বৈঠক হলেও তা ভেস্তে যায়।এক পর্যায়ে ক্ষতিগ্রস্থ আব্দুল হালিম মিয়া বাদী হয়ে পীরগঞ্জ থানায় আব্দুল খালেক মিয়া,তার ৩ ছেলে ইরাক প্রবাসী সাহেব মিয়া, শফিকুল ইসলাম ও রবিউল ইসলাম এবং প্রতিবেশী সমেস আলী কে আসামী করে প্রতারণার মামলা করেন। প্রতারণার শিকার আব্দুল হালিম জানান, আমি ধার দেনা করে টাকা দিলেও গত ৭/৮ মাস হলো বিদেশে পাঠায়নি। ফলে আমি পথে বসতে চলেছি। তাই মামলা করেছি।
খালেক মিয়া তাঁর ইরাক প্রবাসী ছেলে সাহেব মিয়ার মাধ্যমে অনেক কে বিদেশে পাঠানোর কথা বলে টাকা নিয়ে প্রতারণা করছে। পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক বলেন, মামলার প্রধান আসাম ীআব্দুল খালেক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সে বিদেশ পাঠানোর কথা বলে অনেকের কাছে টাকা নিয়ে প্রতারণা করেছে।এ বিষয়ে অনেক প্রমাণ পাওয়া গেছে। অন্য আসামীদেরও গ্রেফতারে অভিযান চলছে।আসামী আব্দুল খালেক মিয়াকে গতকাল বুধবার রংপুর জেল হাজতে পাঠানো হয়েছে।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি