বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
01 Jan 2025 01:10 pm
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বুধবার গভীর রাতে বগুড়ার কাহালুর মালঞ্চা ইউনিয়নের বিশা দিঘিরপাড়া গ্রামের মামুনের মুদির দোকানঘর শক্রতামূলক ভাবে আগুন দিয়ে পুড়ে ফেলেছে দৃর্বৃত্তরা।
দোকানে থাকা প্রায় ৬ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। মামুন উল্লেখিত গ্রামের মৃত মহসিন আলীর পুত্র। সংবাদ পেয়ে বৃহস্পতিবার সকালে কাহালু থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
কাহালু থানার এস আই মাসুদ করিম জানান, আমি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেন নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।