সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
28 Dec 2024 04:41 am
বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার মাদক বিরোধী অভিযানে ০১(এক) কেজি গাঁজাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ইং ১৯/১০/২০২৪ তারিখ রাত্রী ২১.১০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন মন্ডলধরন সাকিনস্থ মন্ডলধরন টু জয়বাংলাগামী রাস্তার দক্ষিণ পার্শ্বে জনৈক নাজিম উদ্দিন এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ আব্দুর রাজ্জাক (৫২), পিতা-মৃত মজের আলী প্রাং, সাং-মধ্যকাতুলী দক্ষিণপাড়া,থানা-গাবতলী, জেলা-বগুড়াকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হইতে ০১(এক) কেজি গাঁজা উদ্ধার করে।
উল্লেখ্য যে,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।