শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
14 Jan 2025 10:42 pm
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ)প্রতিনিধি:- নওগাঁর আত্রাইয়ে জিহাদ (১৮) নামের বুদ্ধি প্রতিবন্ধী এক ছেলের নদীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার বিকেল সাড়ে চার টার দিকে বাবার সাথে নদিতে গোসল করতে নেমে তার মৃত্যু হয়। নিহত জিহাদ উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া গ্রামের জিন্নার ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে বাবার সাথে নদীতে গোসল করতে নামে জিহাদ। কিন্তু বাবার অজান্তে বুদ্ধি প্রতিবন্ধী এই ছেলে পানিতে তলিয়ে যায়।বিষয়টি বাবা জিন্না খেয়াল করে দেখে যে তার পাশে ছেলে জিহাদ নেই।এরপর তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির এক ঘন্টা পরে জিহাদকে উদ্ধার করে। ততক্ষণে জিহাদ মৃত্যু বরন করে। এতে মৃতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সন্ধ্যা পৌনে সাত টার দিকে জিহাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আত্রাই থানার অফিসার ইনচার্জ সাহাব্বুদ্দিন।