শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
18 Jan 2025 06:28 am
স্টাফ রির্পোটার:- ইউসিবি এজেন্ট ব্যাংকিং এর মিশন রোড শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় মিলাদ ও দোয়ার মাধ্যমে মিশন রোড রেলক্রসিং সংলগ্ন ট্রাক রোডে এই ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চাঁদপুর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম।
মেসার্স মা-বাবার দোয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ রুবেল হোসেনের সভাপতিত্বে ও ব্যবসায়ী মোঃ সিয়াম আইমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন, ইউসিবি এজেন্ট ব্যাংকিংয়ের এরিয়া ম্যানেজার মাহাবুব আলম খান, এজেন্ট ব্যাংকিং প্রতিনিধি মোঃ রোকনুজ্জামান,স্থানীয় ব্যবসায়ী, হিম্মত খান, নয়ন খান, মোঃ হানিফ, অফিল মিজি,ফারুক খানসহ অন্যান্য ব্যবসায়ীগন।
অনুষ্ঠানে মিলাদ, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মিশন রোড শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ আল মামুন।