বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
10 Jan 2025 05:26 pm
সংবাদ বিজ্ঞপ্তি:-তারিখ :- ঢাকা ১৬ অক্টোবর, ২০২৪, বুধবার।জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে এবং মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু'র সুপারিশে জাতীয় পার্টি, ঢাকা মহানগর দক্ষিণ শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করে পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ-কে আহ্বায়ক,হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন ও হাজী মোঃ শাহজাহান-কে যুগ্ম আহ্বায়ক করে আগামী ০৬ ( ছয়) মাসের মধ্যে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলন সম্পন্ন করে পূর্নাঙ্গ কমিটি গঠনের শর্তে অনুমোদন করেছেন।
এ আদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে।
বার্তা প্রেরক :-(মাহমুদ আলম)যুগ্ম দফতর সম্পাদক,জাতীয় পার্টি।