বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
10 Jan 2025 06:17 pm
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর)প্রতিবেদক:-যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন (৩৭) কে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামি রিপন হাকিমপুর উপজেলার বিশাপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে আসামি রিপনকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।বিষয়টি জানিয়েছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সুজন মিঞা।
তিনি জানান, ঢাকার যাত্রাবাড়ী থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপন (মামলা নম্বর ১২১(১০)০৯) দীর্ঘদিন পলাতক ছিলো। আসামি হাকিমপুর উপজেলার বিশাপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
গোপন সংবাদের ভিত্তি ও তথ্য প্রযুক্তির মাধ্যমে গতকাল মঙ্গলবার হাকিমপুর থানার এসআই আরিফুল রহমানের নেতৃত্বে এসআই হারুন অর রশিদ সঙ্গী ফোরস নিয়ে গাজীপুর মহানগর এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রিপনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি রিপনকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।