বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
18 Jan 2025 05:09 pm
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- আদমদীঘি উপজেলা ও সান্তাহার বিএনপি আয়োজিত এক কর্মি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় আদমদীঘি গোহাট প্রাঙ্গনে এই কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে ও সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান ও পৌর বিএনপির সম্পাদক আখতারুজ্জামান মিঠুর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোর্শারফ হোসেন।
সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির উপদেষ্টা ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির সহসভাপতি এমআর ইসলাম স্বাধীন, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল ইসলাম চৌধুরী হিরু, বগুড়া সদর বিএনপির সভাপতি মাবতুন আহমেদ খান রুবেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল নবী ছালাম, খায়রুল বাশার, হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক তাহা উদ্দিন নাইম, প্রবাসি কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহাজাদী, সম্পাদক নাজমা আক্তার, জেলা যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক আবু হাসান, সেচ্ছাসেবক দল সভাপতি সরকার মুকুল, সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, শ্রমিকদল সভাপতি ওয়াদুদ রহমান, জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রহমানসহ তার অঙ্গসংগঠনের নেতৃবর্গ।
প্রধান অতিথি বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বিএনপির নেতাকর্মিদের আন্দোলন শেষ হয়ে যায়নি। বগুড়ার মাটি বিএনপির ধানের শীষের ঘাটি। জনগনের সরকার প্রতিষ্টা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে। দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দায়ের করা সকল মিথ্যা ও ষড়যন্ত্র মুলক মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তিনি সকল নেতাকর্মিদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি প্রতিনিধি বগুড়া