বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
18 Jan 2025 02:44 am
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম;-
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে জুয়া ও মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার ভুরুঙ্গামারী ইউনিয়নের কামাত আঙ্গারীয়া বাজারে ঠেলাগাড়ি সমবায় অফিস থেকে তাদেরকে আটক করা হয়। বুধবার (১৬ অক্টোবর) সকালে গ্রেফতারকৃত আসামীদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামের সোলায়মান সরকারের ছেলে রফিকুল ইসলাম (৩২), আজিজুর রহমানের ছেলে খোকন মিয়া (৩২), আব্দুল জব্বারের ছেলে আলমগীর হোসেন (৫০) বজলার রহমানের ছেলে আরিফুল ইসলাম (৩৮), বকতিয়ার উদ্দিনের ছেলে শফিকুজ্জামান সোহাগ (৩৬), ভিটালুর ছেলে মিলন (৪৪), ওমর আলীর ছেলে শফিকুল ইসলাম (৪২), হেলাল উদ্দিনের ছেলে খবিরুল ইসলাম (৪৫), হাকিমের ছেলে ফজলুল হক (৩৮), গোপালপুর গ্রামের নইমুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০), মজনু শেখের ছেলে জাহিদুল ইসলাম (৪০), নইমুদ্দিনের ছেলে তাজুল ইসলাম (৫৫), কছির উদ্দিনের ছেলে আলী হোসেন (৫৫), ছলিমুদ্দিনের ছেলে খবির উদ্দিন (৪২), বাগভান্ডার গ্রামের আব্দুল আজিজের ছেলে শাহ আলম (৪৫), কামাত আঙ্গারীয়া গ্রামের সফর উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন মিলন (৩৩), খলিলুর রহমানের ছেলে মতিয়ার (৪৫) এবং পাইকেরড়ছড়া ইউনিয়নের পাইকেরছড়া গ্রামের আলী হোসেনের ছেলে এনামুল হক (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাত্রীকালীন ডিউটিরত পুলিশের একটি দল উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামের ঠেলাগাড়ী সমবায় অফিসে অভিযান চালিয়ে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, ১৬ সেট তাস ও নগদ ৪ হাজার ২শ ৫০ টাকা উদ্ধার করে পুলিশ।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।