মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
01 Jan 2025 08:35 am
ঐতিহ্যবাহী পুরান ঢাকা'র শ্রী শ্রী রাধা মাধব জিঁউ দেব বিগ্রহ মন্দীরে অনুষ্ঠিত শারদীয় দূর্গা পূজা পরিদর্শনকালে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি'র চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা কাজী ছাব্বীর বলেন, দীর্ঘ ১৫ বছর পর দেশের মানুষ এখন স্বাধীন ভাবে কথা বলতে পারছে।এটা আল্লাহ পাকের খাছ রহমত। বাকস্বাধীনতা মানে এই নয় যে, আপনি যাচ্ছে তাই বলে বেড়াবেন। ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারবেন। এর জন্য একদিন চরম খেসারত দিতে হতে পারে, এটাও মনে রাখবেন।তিনি বলেন, কোন ধর্মের বিধানেই নৈরাজ্যকরণ অনুমোদন করেনি।
শান্তিপূর্ণ ভাবে যার যার ধর্ম সে সে পালন করবে এটাই সকল ধর্মের বিধান। তাতে বাধা দেওয়ার এখতিয়ার কারো নেই। রাসুলে কারীম (সা:) এর প্রকৃত উম্মত অন্য ধর্মাবলম্বীদের শান্তি বিনস্ট করতে পারে না এবং করে না। সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সকলের দায়িত্ব।
হাজারো আত্মত্যাগের বিনিময়ে ছাত্র জনতার আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার-কে আন্তর্জাতিক বিশ্বে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং দেশে বিরাজমান সম্প্রীতি বিনস্টের হীন চক্রান্তে পতিত সরকারের ইন্দনে সনাতনী বন্ধুদের দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনা ঘটানোর অপচেষ্টা করছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে পতিত সরকারের দোসরেরা। সোস্যাল মিডিয়ায় প্রপাগাণ্ডা ও অপপ্রচার করছে দেদারসে।
ধর্মীয় অনুভূতিতে আঘাত করা একটি জঘন্যতম অপরাধ। এসব অপকর্মে হুকুমদাতা ইন্দনদাতা এবং অর্থ যোগানদাতাদের খুঁজে বের করে, আইনের আওতায় এনে এসকল দুস্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করণের মাধ্যমে সরকারকে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার আহবান জানিয়েছেন এনসিবি'র চেয়ারম্যান কাজী ছাব্বীর।
তিনি আরও বলেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে যার যার অবস্থান থেকে, মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলের অবদান রয়েছে। তাই মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবতায়ন, সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করণ, টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা ও অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার লক্ষে জনগণের কল্যাণে ২০১৫ সালে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি গঠন করা হয়েছে।
এসময় আরো উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি ধীরেন্দ্র চন্দ্র দাস, বাংলাদেশ হিন্দু লীগ-এর সভাপতি দীপক কুমার গুপ্ত, এনসিবি'র ভারপ্রাপ্ত মহাসচিব ইকবাল হাসান স্বপন, ধর্মীয় ব্যক্তিত্ব দেব দুলাল সাহা, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা সাজন কুমার মিস্র ও পূজা মন্ডপের নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত নয়ন সাহা-সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।