মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
29 Dec 2024 06:25 pm
স্টাফ রিপোর্টার:-জামালপুর সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে ভুক্তভোগীকে ডেকে নিয়ে মারধর , মোবাইল ও টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে ।
তথ্যসূত্রে জানা যায় , সরিষাবাড়ী থানাধীন মহাদান ইউনিয়নের উচ্চ গ্রামের শামসুল হকের ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম ডানু কে সন্ধ্যায় সানাকইর বাজার থেকে ফোন করে ডেকে নিয়ে যায় পার্শ্ববর্তী সানাকইর গ্রামের হাবুলের ছেলে রনি ।
বারইপটল রোডে ওয়াজেদ অটো রাইস মিল সংলগ্ন যাওয়া মাত্রই সানাকইর গ্রামের রনিক , মারুফসহ ২৫ থেকে ৩০ জন মিলে দেশীয় অস্ত্রধারা মারপিট করে মোবাইল ও টাকা ছিনতাই করে নিয়ে যায় ।
পরবর্তীতে স্থানীয় লোকজনেরা ভিকটিম ডানুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করান ।
এ বিষয়ে ভিকটিম আরিফুল ইসলাম ডানু , তার মা আনোয়ারা বেগম , মহাদান ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন , মহাদান ইউনিয়ন শাখা ৭ নং ওয়াড বিএনপি'র সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ সহ ভুক্তভোগীর বিচার চেয়েছেন ।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ চাঁদ মিয়া বলেন ভুক্তভোগীর এখন পর্যন্ত কোন প্রকার অভিযোগ পাইনি তবে, অভিযোগ পেলে তদন্ত অপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিব ।