মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
18 Jan 2025 11:20 am
জামালপুর সংবাদদাতা:- জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি’র জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মাহমুদুল ইসলাম। সম্প্রতি তাকে এশিয়ান টিভি নিয়োগ প্রদান করেন। মাহমুদুল ইসলাম মেলান্দহ উপজেলার আদিপৈত গ্রামের আনসারুল আলম এর ছেলে৷
এশিয়ান টিভির জেলা প্রতিনিধি হিসেবে প্রথম সাংবাদিকতা শুরু করছেন তিনি । এছাড়াও দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সামাজিক সাংগঠনের সাথে জড়িত থেকে সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করে আসছেন।
জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়ে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন মাহমুদুল ইসলাম ।তিনি জানান, আমি এশিয়ান টিভির জামালপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছি। এশিয়ান টিভির সাথে যুক্ত হয়ে জামালপুরের উন্নয়ন, সংস্কৃতি ও সংবাদ প্রকাশে ভূমিকা রাখার সুযোগ পেয়ে আমি অত্যন্ত গর্বিত।সকলের কাছে আমার দোয়া চাই, যেন আমি এই দায়িত্ব পালন করতে সক্ষম হই এবং জামালপুরের মানুষের জন্য সঠিক ও প্রয়োজনীয় সংবাদ পৌঁছে দিতে পারি। আপনারা আমার প্রতি আস্থা ও সমর্থন রাখবেন।