সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
18 Jan 2025 01:55 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ জেলার সাঘাটা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী ও মেয়ে গুরুতর আহত হয়েছে।
নিহত হলেন,আবু সাঈদ ফুলছড়ির চরাঞ্চলের পুর্ব পারুল গ্রামের জমের আলীর ছেলে ও ভাঙ্গামোড়ের একটি মসজিদের ইমাম।
রোববার (১৩ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আবু সাঈদ তার স্ত্রী ও মেয়েকে নিয়ে বাদিয়াখালী থেকে মোটরসাইকেলযোগে উল্লা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাঙ্গামোড় নামকস্থানে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রেলিংয়ে ধাক্কা লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। একই সঙ্গে তার স্ত্রী-সন্তান গাড়ি থেকে ছিটকে রাস্তার নিচে পড়ে আহত হয়েছেন।
এ বিষয়ে ভরতখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলম খাঁন বলেন, আবু সাঈদ মোটরসাইকেলে থাকাবস্থায় সম্ভবত স্ট্রোক করেন।এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেলিং ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে সাঘাটা থানার ওসির মুঠোফোনে যোগাযোগ করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি।