সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
18 Jan 2025 11:08 am
কবির হোসেন মিজি:- চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো.সুজন হাজী (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরো দু'জন।তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে উন্নয়ন চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার ২নং বাকিলা ইউনিয়নের বাকিলা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত মো.সুজন হাজী চাঁদপুর সদর উপজেলার মহামায়া লোদেরগাঁও হাজী বাড়ির খোরশেদ আলম হাজীর ছেলে।দূর্ঘটনায় আহত সদর থানার আরমান (২৩) ইউসুফ (১৭) কে উন্নত চিকিৎসারর জন্য ঢাকায় রেপার করা হয়েছে।
বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, দুই মোটরসাইকেল প্রতিযোগিতা করতে গিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত হয় আরো দুইজন।প্রথমে তাদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়, পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেপার করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে।
আহতদের বিষয়ে বলেন তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।