সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
18 Jan 2025 11:18 am
৭১ভিশন ডেস্ক:- [১৩ অক্টোবর ২০২৪ খ্রি.]সারা বাংলাদেশের ন্যায় বগুড়া জেলাতেও প্রতিমা বিসর্জনের মাধ্যমে পালিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।আজ ছিল বিজয়া দশমী।এদিন সদর কেন্দ্রিক বিভিন্ন প্রতিমা বিসর্জনস্থল সরেজমিনে পরিদর্শন করেন বগুড়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম। তিনি উপস্থিত সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দদের সাথে বিজয়া দশমীর শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব হোসনা আফরোজা, সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,বগুড়া।
পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এই উৎসব যেন নির্বিঘ্নে উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বগুড়া জেলা পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।সকল ধর্মের মানুষের সহযোগিতায় আনন্দ মুখর পরিবেশে শত-শত বছর ধরে সকল ধর্মের অনুসারীরা দেশের ইতিহাস ও সংস্কৃতিতে যুগ-যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির স্বাক্ষর বহন করছে।
তিনি আরো বলেন, বাঙালি সনাতন সম্প্রদায়ের প্রধান উৎসবটি ঘিরে সদা সক্রিয় ছিল বগুড়া জেলা পুলিশ।পুলিশ সুপার মহোদয় নিজে প্রতিটি থানার গুরুত্বপূর্ণ মণ্ডপগুলো পরিদর্শন করেছেন।এসময় তাঁর সঙ্গী হয়েছেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সার্কেল এএসপিগণ এবং থানার অফিসার ইনচার্জবৃন্দ।
নিরাপদ ও নির্বিঘ্ন শারদীয় দুর্গোৎসব উদযাপনে জেলা পুলিশের প্রচেষ্টা ও দায়িত্বশীলতার জন্য সকল সদস্যকে সম্মানিত পুলিশ সুপার মহোদয় আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।পাশাপাশি বগুড়াবাসীকে জানিয়েছেন সাদর অভিনন্দন।তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রেখে দেশের অগ্রযাত্রা ও সমৃদ্ধি অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির সভাপতি, সেক্রেটারি ও পূজারীবৃন্দ উপস্থিত ছিলেন।