রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
18 Jan 2025 11:09 am
শনিবার বগুড়া শহরের ছিলিমপুর টাচ স্টোন স্কুল এন্ড কলেজে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার ছিলিমপুর তিনমাথা ইউনিট আয়োজিত ফ্রি চক্ষু শিবির ও মেডিকেল ক্যাম্প ২০২৪ ইউনিট সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।ইউনিট সেক্রেটারী আবু রায়হানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী রফিকুল ইসলাম, স্টেডিয়াম সাংগঠনিক থানা সভাপতি নিজাম উদ্দিন, ১৪ নং ওয়ার্ড সভাপতি আবু হানিফ, টাচ স্টোন স্কুল এন্ড কলেজের সেক্রেটারী আমিরুল ইসলাম, পীরজাদা আমজাদ হোসেন রাশেদী প্রমুখ।
ক্যাম্প পরিচালনা করেন ডা.ইব্রাহিম আই কেয়ার ফাউন্ডেশনের পরিচালক ডা. মো: ইব্রাহিম খলিলুল্লাহ।ক্যাম্পে ১৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।