রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
07 Jan 2025 08:57 pm
৭১ভিশন ডেস্ক:- বগুড়া জেলার পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার পৃথক পৃথক অভিযানে ১৮ (আঠার) বোতল ফেন্সিডিল, ০১ (এক) কেজি গাঁজা ও ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া ডিবির একটি টিম ইং ১২/১০/২০২৪ তারিখ রাত্রী ০০.১০ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন সদর উপজেলা পরিষদ এর মেইন গেটের সামনে পূর্ব পার্শ্বে রাস্তার উপর হইতে আসামী ১।মোছাঃ আছমা আকতার ওরফে সাথী (৩৮), পিতা- মৃত আছাব আলী,মাতা-মোছাঃ আমেজা বেওয়া, গ্রাম-টেপাগাড়ি, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হইতে ১৮ (আঠার) বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
বগুড়া ডিবির অপর একটি টিম ইং ১১/১০/২০২৪ তারিখ রাত্রী ২১.৪০ ঘটিকার সময় বগুড়া জেলার শেরপুর থানাধীন উপর ভাদড়া বটতলা বাজারস্থ মোঃ রায়হান শেখ, পিতা-মোঃ ওয়ারেশ আলী শেখ এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ শাহিন আলম (২৬), পিতা-মৃত মজনু শেখ, সাং-বিরইল পশ্চিমপাড়া, ২। শ্রী উজ্জল কুমার দাস (৩১), পিতা-শ্রী নিতাই চন্দ্র দাস, সাং-উত্তর শাহাপাড়া, ও ৩। শ্রী স্বপন সিং (৩৮), পিতা-শ্রী গোপাল চন্দ্র সিং, সাং-আস্বইল বাগানপাড়া, সর্ব থানা-শেরপুর, জেলা-বগুড়াগণকে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হইতে ০১ (এক) কেজি গাঁজা উদ্ধার করে।
এছাড়া অপর একটি অভিযানে ইং ১১/১০/২০২৪ তারিখ রাত্রী ২৩.৪০ ঘটিকার সময় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন রাজীব এন্ড ব্রাদার্স অটো রাইস মিলের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ হোসাইন আকন্দ(২৯), পিতা-মৃত শাজাহান আকন্দ, সাং-মাচইল, থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হইতে ২০০ (দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে বগুড়া জেলার সদর, শেরপুর ও শিবগঞ্জ থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।