রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
04 Jan 2025 05:21 am
স্টাফ রিপোর্টার:- ভোলা সদর উপজেলা রাজাপুর ইউনিয়ন এর দারোগাখাল বাজারের ব্যবসায়ী নজরুল ইসলাম (নজু) কে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বাজারের নাইটগার্ড বেল্লাল হোসেনের বিরুদ্ধে।
১২ই অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় নজরুল ইসলামের দোকানে এই ঘটনা ঘটে।আহত নজরুল ইসলাম জানান, আমার কাছে নাইটগার্ড বেল্লাল তিন দিনের টাকা পায়। আর উনি বলছে চার দিন এ নিয়ে কথা-কাটাকাটি হয়।এ পর্যায়ে বেল্লাল আমাকে মারধর শুরু করেন।আমাকে ইট দিয়ে মাথায় আঘাত করলে আমি মাটিতে পড়ে যায়।এ সুযোগে আমার ক্যাশে থাকা নগদ অর্ধ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে যায়।
অভিযুক্ত বেল্লালের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।
ভোলা সদর মডেল থানার ওসি মিজান রহমান পাটোয়ারী বলেন,এ বিষয়ে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।