রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
25 Dec 2024 12:32 am
স্টাফ রিপোর্টার,বগুড়া:- বগুড়া জেলার কাহালু থানা পুলিশ কর্তৃক ইজিবাইক ছিনতাই চক্রের তিনজন আসামিকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাই হওয়া ইজিবাইক।
গত (১১/১০/২০২৪) শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ ঘটিকার সময় আসামীরা ইজিবাইক ভাড়া নিয়ে ইজিবাইক চালক ভিকটিম মোঃ মিনহাজ (১৬) কে কোমল পানীয় মিরিন্ডার মধ্য চেতনানাশক ঔষধ মিশিয়ে পান করিয়ে প্রায় অসচেতন করে ফেলে।
পরবর্তীতে আসামীরা ভিক্টিম মিনহাজকে মারপিট কিল ঘুষি মেরে গুরুতর রক্তাক্ত জখম করে আহত করে এবং তার ব্যবহৃত ইজিবাইকটি ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগনের সহায়তায় পুলিশ তিনজন আসামিকে ছিনতাইকৃত ইজিবাইকসহ আটক করে।
এব্যাপারে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুজ্জামান বলেন, ❝আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে❞।