শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
18 Jan 2025 01:00 pm
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর)প্রতিবেদক:-দিনাজপুরের হিলিতে উপজেলা শাখার আয়োজনে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে আজিম আহমেদ সঞ্চয়ের সভাপতিত্বে মাসুদ রানার সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফাইজার রহমান সবুজ, যুগ্ম আহ্বায়ক গোলাম আজম, কেন্দ্রীয় কমিটি শ্রমিক অধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক সাজিব হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ গণঅধিকার পরিষদের সহ সভাপতি শাহজাহান চৌধুরী,ছাত্র অধিকার পরিষদ জেলা কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেন, যুব অধিকার পরিষদ জেলা কমিটি সাধারণ সম্পাদক ইয়াকুব আলী,জয়পুরহাট যুব সাধারণ সম্পাদক রুহুল আমিন সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।