শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
18 Jan 2025 06:14 pm
মোকছেদুল মমিন মোয়াজ্জেম,হিলি(দিনাজপুর)প্রতিবেদক:-দিনাজপুরের নবাবগঞ্জে করলা ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পদুমহার গ্রামে করলা ক্ষেতে এঘটনা ঘটে।
নিহতরা হলেন, নবাবগঞ্জ উপজেলার পদুমহার গ্রামের জবান আলীর ছেলে মোঃ রাজা মিয়া (৪৫) অপরজন ঘোড়াঘাট উপজেলার চৌরিগাছা গ্রামের মোঃ শাহজাহান আলী, মৃত্যু ব্যক্তি দুইজন সম্পর্কে বেয়াই।
বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ।
স্থানিয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার ঘোড়াঘাট উপজেলার শাহজাহান আলী বেয়াই রাজা মিয়ার বাড়িতে বেরাতে আসেন। বিকালের দিকে দুই বেয়াই মিলে গ্রামের পাশে করলা ক্ষেতে কাজ করতে যান। এসময় বৃষ্টি শুরু হলে ক্ষেতের পাশে শ্যালো মেশিনের সেচ পাম্পের ট্রেনের ছাউনি ঘরে আশ্রয় নেন তারা। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থল তারা দুজনে মারা যায়। পরে তারা বাড়ি না ফিরলে তাদের পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। হাট-বাজার আশেপাশে কোথাও তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত সাড়ে ১০ টার দিকে পরিবারের লোকজনদের মনে পড়ে দুই বেহাই মিলে করলা ক্ষেতে কাজ করতে গেছিলেন। সেখানে গিয়ে দুই বেয়াই মৃত দেহ দেখতে পায়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, দুই বেয়াই মিলে করলা ক্ষেতে যায়, এসময় বৃষ্টি শুরু হলে তারা দুই বেয়াই মিলে খেতের পাশে সেচ পাম্পের টিনের ছাওনি আলা ঘরে আশ্রয় নিতে গেলে বজ্রপাতে তাদের ঘটনাস্থলে মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনা স্থলের আলামত দেখে আমাদের মনে হয় এটি বজ্রপাতের মৃত্যু হয়েছে আর পাশের একটি গাছ বজ্রপাতের ফেটে গেছে। আপত্তি না থাকায় মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।