শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
14 Jan 2025 01:17 pm
জুবায়ের আহমেদ,বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃ- হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে বাস চাপায় এক সিএনজি যাত্রী নিহত হয়েছে।শুক্রবার ১১ অক্টোবর বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার বসিনা নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রেজানা যায়,বাহুবল উপজেলার ৭ নং ভাদেশ্বর ইউনিয়নের ফয়জাবাদ চা বাগানের শুকুমারের ছেলে দিলীপ রাজঘর(৩৭) স্ত্রী সন্তান নিয়ে সিএনজি যোগে চুনারুঘাট আমু চা বাগান শশুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন।সিএনজিটি উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বসিনা নামক স্থানে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে চেড়ে আসা হবিগঞ্জ বিরতিহীন একটি বাস সিএনজিকে চাপা দিলে সিএনজিটি দুমড়ে মুচড়ে রাস্তায় পড়ে যায়।
এসময় দিলীপ রাজঘর ও তার ভাতিজা বিপ্লব রাজঘর(১৭) গুরুতর আহত হয়।এমতাবস্থায় পথচারী লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দিলীপ রাজঘরকে মৃত ঘোষণা করেন।আহত বিপ্লব রাজঘর(১৭)কে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেয়া হয়।
খবর পেয়ে তাৎক্ষণিক শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার এস আই ইব্রাহিম হোসেন এর নেতৃত্বে একদল পুলিশ এসে দিলীপ রাজঘরের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
এ বিষয়ে জানতে চাইলে এস আই ইব্রাহিম হোসেন জানান,আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে আসছি,সুরতহাল রিপোর্টের পর সিদ্ধান্ত নেয়া হবে।