শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
14 Jan 2025 10:10 pm
৭১ভিশন ডেস্ক:- হিযবুত তাহরীরকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করল ভারত।বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়।ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলে, হিযবুত তাহরীর উগ্রবাদী কার্যকলাপে যুক্ত এবং নিরীহ তরুণদের আইএসএসের মতো সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দিতে উসকানি দেয়। সেই সঙ্গে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য তহবিল জোগাড় করে।
মন্ত্রণালয় আরো বলে, হিযবুত তাহরীর বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, অ্যাপসের মাধ্যমে সন্ত্রাসবাদী প্রচারণা চালায় এবং ‘দাওয়াহ’ মাধ্যমে সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত হতে সাধারণ তরুণদের উত্সাহ দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে হিযবুত তাহরীরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করল পররাষ্ট্র মন্ত্রণালয়।’
গত ১৫ জানুয়ারি হিযবুত তাহরীরকে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে যুক্তরাজ্য।বাংলাদেশ, রাশিয়া, তুরস্ক, মিসরসহ বিশ্বের কয়েকটি দেশে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে।
সূত্র : এনডিটিভি