শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
18 Jan 2025 02:57 pm
প্রেস রিলিজ:-টিম ডিবি বগুড়া’র পৃথক পৃথক অভিযানে চকফরিদ এলাকার শান্ত মার্ডারের এজাহারনামীয় ০১(এক) জন আসামী, আন্তঃ জেলা গরু চোর চক্রের ০৩(তিন) জন সক্রিয় সদস্যসহ গরু চুরির কাজে ব্যবহৃত ০১(এক)টি ট্রাক উদ্ধার এবং ০২ (দুই) কেজি গাঁজাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ডিবি, বগুড়ার ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার পৃথক পৃথক অভিযানে চকফরিদ এলাকার শান্ত মার্ডারের এজাহারনামীয় ০১(এক) জন আসামী, আন্তঃ জেলা গরু চোর চক্রের ০৩(তিন) জন সক্রিয় সদস্যসহ গরু চুরির কাজে ব্যবহৃত ০১(এক)টি ট্রাক উদ্ধার এবং ০২ (দুই) কেজি গাঁজাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত ইং ০২/০৩/২০২৪ তারিখ বিকাল অনুমান ১৬.২৫ ঘটিকার সময় বাদিনীর ছেলে ডিসিসড আজাহারুল ইসলাম শান্তকে বগুড়া সদর থানাধীন চকফরিদ মহল্লার এতিম খানা রোডের মোস্তফা লজ-এর সামনে পাকা রাস্তার উপর একা পাইয়া পূর্ব পরিকল্পিত ভাবে পূর্ব শত্রুতার জের ধরিয়া অন্যান্য এজাহারনামীয় আসামীরা বাদিনীর ছেলেকে একই উদ্দেশ্যে অতর্কিত ভাবে আক্রমন করিয়া ধারালো অস্ত্রধারা এলোপাথাড়ী ভাবে মারপিট করিয়া গুরুতর রক্তাক্ত জখম করে ডিসিসড শান্তর মৃত্যু নিশ্চিত করিয়া ঘটনাস্থল হতে পালাইয়া যায়। এ সংক্রান্তে (9NMDG) বগুড়া এর বগুড়া সদর থানার এফআইআর নং-৪, তারিখ-০৩ মার্চ, ২০২৪; জি আর নং-২২৮, তারিখ-০৩ মার্চ, ২০২৪; সময়-০০.৩০ ঘটিকা ধারা-302/34 The Penal Code, 1860; রুজু হয়। পরবর্তীতে বগুড়া ডিবির একটি টিম ইং ১০/১০/২০২৪ তারিখ রাত্রী ০১.৩০ ঘটিকার সময় আসামীর নিজ বসত বাড়ী হইতে আসামী ১. মোঃ মেহেদী হাসান (২৪), পিতা মৃত গাজীবুর রহমান, মাতা মোছাঃ মালেকা বেওয়া, সাং-চকফরিদ মুন্সীপাড়া, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়াকে গ্রেফতার করে।
বগুড়া ডিবির অপর একটি টিম ইং ০৯/১০/২০২৪ তারিখ রাত্রী ০১.২৫ ঘটিকার সময় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী মোড়স্থ হাইওয়ে রাস্তার মেসার্স হক ফিলিং স্টেশনের সামনে রাস্তার পূর্ব পার্শ্বে হইতে আসামী ১। মোঃ জহুরুল ইসলাম (২৬), পিতা-মোঃ আঃ সামাদ, মাতা-মৃত জয়নব বেগম, সাং-পশ্চিম বেজপাড়া থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাটকে গ্রেফতার পূর্বক তার হেফাজত হইতে ০২ (দুই) কেজি গাঁজা উদ্ধার করে।
এছাড়াও গত ইং ১৩/০৯/২০২৪ তারিখ রাত্রী অনুমান ১০.২০ ঘটিকা হইতে ইং ১৪/০৯/২০২৪ তারিখ ভোর অনুমান ০৫.৩০ ঘটিকার মধ্যে যেকোন সময়ে গ্রেফতারকৃত আসামীগণ সহ পলাতক অন্যান্য আসামীগণ মিলে ১০টি লাল এঁড়ে বাছুর, যাহার সর্বমোট মূল্য ৫,৭৯,৬০০/-(পাঁচ লক্ষ উনআশি হাজার ছয়শত) টাকা চুরি করিয়া লইয়া যায়। এ সংক্রান্তে বগুড়া জেলার সারিয়াকান্দি থানার মামলা নং-০৭ তারিখ-১৪/০৯/২০২৪ইং, জিআর নং-১২৪/২০২৪(সারিয়াঃ), ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়। পরবর্তীতে বগুড়া ডিবি ও সারিয়াকান্দি থানার যৌথ টিম ইং ১০/১০/২০২৪ তারিখ রাত্রী ০৩.৩০ ঘটিকায় সময় বগুড়া জেলার বগুড়া সদর থানাধীন বারপুর ওভার ব্রীজ সংলগ্ন বগুড়া তেল পাম্প এর সামনে রাস্তা হইতে অত্র মামলার তদন্তেপ্রাপ্ত আসামী ১। মোঃ আবু বক্কর জুয়েল (৪৪), পিতা-মৃত আইয়ুব আলী, মাতা-মোছাঃ গেন্ধি বিবি, সাং-কানতারা, ২। মোঃ মাহাতাব (৪৪), পিতা-মৃত মফছের আলী, মাতা-আরেতন বেগম, সাং-খাদইল, ৩। মোঃ রুবেল (৩৪), পিতা-মোঃ ইদ্রিস আলী, মাতা-জেলেখা বেগম, সাং-আলিয়ারহাট আদর্শ গ্রাম, সর্ব থানা-শিবগঞ্জ, জেলা-বগুড়াগনকে গ্রেফতার করে।
উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।